রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না

রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে। আমরা দেখেছি গত ১৫ বছর কীভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারী চাটুকারিতাসহ একটি গোষ্ঠী কীভাবে দলীয়করণ করেছিল। সারা দেশের প্রশাসনে যারা কাজ করছেন আমরা আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন তাহলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে। আমরা দেখেছি গত ১৫ বছর কীভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারী চাটুকারিতাসহ একটি গোষ্ঠী কীভাবে দলীয়করণ করেছিল। সারা দেশের প্রশাসনে যারা কাজ করছেন আমরা আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন তাহলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ৪টার দিকে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ইতোমধ্যে আপনাদের এই উপজেলার ইউএনও’র বিরুদ্ধে নেতৃবৃন্দ অভিযোগ করেছেন। যদি সেটা সত্য হয় তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে, সেই ব্যবস্থা আমি করব। আর বয়স্ক ভাতাসহ সরকারি সকল সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো প্রকৃতপক্ষে যারা হতদরিদ্র ও অসহায় তাদের দিতে হবে। কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা সরকারি কোনো কর্মচারী তাদের সঙ্গে পিরিতি দেখালে তার চাকরি থাকবে না।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, মহানগর ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুবঅধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিকঅধিকার পরিষদের ইলিয়াস মিয়াসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠি দিয়ে বিএনপি নেতা-কর্মীদের পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) নুরুল হক নুরকে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন। নুরুল হকের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে। এই আসন থেকে তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *