যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরেই এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। গুলিবর্ষণের জেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরেই এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। গুলিবর্ষণের জেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উত্তর আমেরিকার এই দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় কাউন্টি শেরিফ শন স্টাইনসকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, চেম্বারে একজন বিচারককে গুলি করে হত্যা করার পর কেন্টাকির একজন শেরিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কেন্টাকি স্টেট পুলিশ জানিয়েছে, লেচার কাউন্টি কোর্টহাউসে একাধিকবার গুলি করার পরে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলেই মারা যান।
লেচার কাউন্টি শেরিফ ৪৩ বছর বয়সী স্টাইনসকে এই হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতের অভ্যন্তরে বাক-বিতন্ডার একপর্যায়ে গুলিবর্ষণ করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও জানতে পারেনি পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, লেক্সিংটন থেকে প্রায় ১৫০ মাইল (২৪০ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত ছোট গ্রামীণ শহর হোয়াইটসবার্গের আদালতে বৃহস্পতিবার স্থানীয় সময় প্রায় ২টার দিকে ৫৪ বছর বয়সী মুলিনস গুলিবিদ্ধ হন।
শেরিফ স্টাইনসকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়েছিল বলে কেন্টাকি স্টেট পুলিশ জানিয়েছে। স্থানীয় সংবাদপত্র দ্য মাউন্টেন ঈগলের মতে, শেরিফ স্টাইনস বিচারকের অফিসের বাইরে যান এবং আদালতের কর্মচারীদের বলেন, তাকে মুলিনের সাথে একা কথা বলতে হবে।
এরপর পেছনের দরজা বন্ধ করে দুজনে বিচারকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে বাইরের লোকেরা বন্দুকের গুলির শব্দ শুনতে পান বলে সংবাদপত্রটি জানিয়েছে।
ঘটনার পর শেরিফ স্টাইনস হাত তুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। আদালতেই তাকে হাতকড়া পরানো হয়।
টিএম