মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৯

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৯

গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়লে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। এরই মধ্যে প্রাণ গেছে ১০ জনের বেশি, আহত প্রায় অর্ধশত। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। কারণ ছিনতাই-ডাকাতি যেন নিত্যদিনের ঘটনা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প, ব্লক-জি, বাসা নং-৫০৮ এর ৪র্থ তলা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি এবং ৫টি চাপাতি উদ্ধার করা হয়।

সোমবার পৃথক আরেকটি অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। পুলিশ সদরদপ্তর জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ২টি সামুরাই, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি অটোরিক্সা জব্দ করা হয়। 

পুলিশ সদরদপ্তর আরও জানায়, মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ৩ জন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় ৫ জন, চুরি মামলায় ৩ জন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএসি/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *