মিরাজ ছাড়া যে কীর্তিতে আর কেউ নেই

মিরাজ ছাড়া যে কীর্তিতে আর কেউ নেই

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম টেস্টে ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থতা দেখিয়েছে বাংলাদেশ। মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর প্রোটিয়ারা ২০২ রানের লিড নেয়। সফরকারীদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে ব্যাটিং দক্ষতা দেখালেও, দ্বিতীয় ইনিংসের শুরুতে একই চিত্র টাইগারদের। সেই বিপর্যয় সামলে বাংলাদেশকে পথ দেখিয়েছে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিকের জুটি। এরই মাঝে অনন্য একটি কীর্তি গড়েছেন মিরাজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম টেস্টে ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থতা দেখিয়েছে বাংলাদেশ। মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর প্রোটিয়ারা ২০২ রানের লিড নেয়। সফরকারীদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে ব্যাটিং দক্ষতা দেখালেও, দ্বিতীয় ইনিংসের শুরুতে একই চিত্র টাইগারদের। সেই বিপর্যয় সামলে বাংলাদেশকে পথ দেখিয়েছে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিকের জুটি। এরই মাঝে অনন্য একটি কীর্তি গড়েছেন মিরাজ।

এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত মিরাজ অপরাজিত আছেন ৮৭ রানে। ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৮৩ রান। ফলে এখন পর্যন্ত বাংলাদেশের লিড দাঁড়াল ৮১ রানের। বাংলাদেশি অলরাউন্ডার মিরাজ কীর্তি গড়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের বর্তমান ২০২৩-২৫ চক্রে। যে কীর্তিতে বিশ্বক্রিকেটে এখন পর্যন্ত মিরাজ একমাত্র ক্রিকেটার। চলমান টেস্ট চক্রে ৫০০ রানের পাশাপাশি ৩০ এর বেশি উইকেট পেয়েছেন।

২০১৯ সাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সর্বনিম্ন ৫০০ রান ও ৩০ উইকেট পাওয়ার কীর্তি ছিল তিনজনের। সেই তালিকায় এবার মিরাজও যুক্ত হলেন। ২০১৯-২১ চক্রে ১৩৩৪ রানের পাশাপাশি ৩৪ উইকেট শিকার করেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০২১-২৩ চক্রে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের একই চক্রে একই কীর্তি গড়েন স্টোকসও। জাদেজার পর তিনি ৯৭১ রানের পাশাপাশি নেন ৩০ উইকেট। এবার মিরাজ চলমান চক্রে যুক্ত হলেন ৫১২ রান এবং ৩৪ নেওয়ার উইকেট নিয়ে।

স্বাভাবিকভাবেই চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক এবং উইকেটশিকারি মিরাজ। রান সংগ্রহে তার পরই অবস্থান মুমিনুল হকের। বাঁ-হাতি সাবেক এই টাইগার অধিনায়ক চলমান চক্রে ৪৭৮ রান করেছেন। এ ছাড়া মুশফিকুর রহিম ৪৫২ এবং নাজমুল হোসেন শান্ত করেছেন ৪৩৮ রান। এদিকে, বল হাতে চলমান টেস্ট চক্রে মিরাজের পর অবস্থান তাইজুল ইসলাম (২৪) ও হাসান মাহমুদের (২৩)।

সবমিলিয়ে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখন পর্যন্ত) ইংলিশ তারকা জো রুট। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটারের বর্তমান চক্রে রান ১৭১২। তার ধারেকাছে নেই আর কেউ। এরপর যথাক্রমে আছেন ভারতের যশস্বী জয়সওয়াল (১২৬৫) ও ইংল্যান্ডের বেন ডাকেট (১২২৬)। এ ছাড়া সর্বোচ্চ উইকেট নিয়েছেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৫৪)। এর বাইরে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড ৫১ এবং তার দুই সতীর্থ প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক সমান ৪৮টি করে উইকেট নিয়েছেন।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *