মালয়েশিয়ার মালাক্কায় দিনব্যাপী হাইকমিশনের কনস্যুলার সেবা

মালয়েশিয়ার মালাক্কায় দিনব্যাপী হাইকমিশনের কনস্যুলার সেবা

মালয়েশিয়ায় মালাক্কায় দিনব্যাপী হাইকমিশনের কনস্যুলার সেবা ও বৈধপথে রেমিট্যান্স বাড়াতে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়ায় মালাক্কায় দিনব্যাপী হাইকমিশনের কনস্যুলার সেবা ও বৈধপথে রেমিট্যান্স বাড়াতে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) কুয়ালালামপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত সিটি ব্যাংক রেমিট্যান্স হাউজে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্ট প্রদানসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়। এ ছাড়া বৈধপথে প্রবাসী আয় প্রেরণ ও সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। এসময় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

মতবিনিময় সভায় তিনি সেখানে কর্মরত প্রবাসীদের বেতন, থাকার জায়গাসহ বিভিন্ন সুবিধা এবং সমস্যা নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈধপথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি সকলকে সাম্প্রতিক সময়ে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের বিষয়ে দেশবিরোধী অপপ্রচারে কান না দেওয়ার এবং অপপ্রচারকারীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।

হাইকমিশনার সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বলেন, সার্বজনীন  পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এর সুবিধা বর্ণনার সময় তিনি সবাইকে ওয়েজ আর্নারস ওয়েল ফেয়ার বোর্ডের সদস্য হওয়ার আহ্বান জানান।

মো. শামীম আহসান সকলকে মালয়েশিয়া সরকারের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান। মতবিনিময়কালে হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এসময় হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের মধ্যে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ, সার্বজনীন পেনশন স্কিম এবং ওয়েজ আর্নারস ওয়েল ফেয়ার বোর্ডের সদস্য হওয়া সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

হাইকমিশনারের সঙ্গে নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি কথা পেরে প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করেন।

সিটি ব্যাংক মানি ট্রান্সফারের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান ফারাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য্য, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকিএলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক প্রবাসী সেবা প্রার্থী উপস্থিত ছিলেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *