মালদ্বীপে হাইকমিশনের ঈদে মিলাদুন্নবী পালন

মালদ্বীপে হাইকমিশনের ঈদে মিলাদুন্নবী পালন

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর দুনিয়াতে আগমন উপলক্ষ্যে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের ন্যায় মালদ্বীপে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির রহমতস্বরূপ মুসলমানদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে আগমনের দিনটি পালন করেছে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনও।

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর দুনিয়াতে আগমন উপলক্ষ্যে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের ন্যায় মালদ্বীপে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির রহমতস্বরূপ মুসলমানদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে আগমনের দিনটি পালন করেছে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনও।

দিবসটি উপলক্ষ্যে রোববার (১৫ সেপ্টেম্বর) হাইকমিশনের হলরুমে এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন মিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ।

বক্তারা বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, আমি আপনাকে পুরো মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি। জীবনের সব ক্ষেত্রের জন্যই প্রিয় নবী (সা.) আমাদের আদর্শ। কোরআন মাজিদে আল্লাহ তায়ালা বলেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।

প্রায় সাড়ে ১৪শ বছর আগে এই দিনে আরবের পবিত্র মক্কার মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে যান।

সবশেষে অনুষ্ঠানে দেশ ও মুসলিম জাতিসহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *