মাজারে হামলাকারীরা মানবতার শত্রু : বিশ্ব সুন্নি আন্দোলন

মাজারে হামলাকারীরা মানবতার শত্রু : বিশ্ব সুন্নি আন্দোলন

মহান আওলিয়াকেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন। রোববার রাজধানীর গুলিস্তানে হযরত গোলাপ শাহর মাজার শরিফ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহান আওলিয়াকেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন। রোববার রাজধানীর গুলিস্তানে হযরত গোলাপ শাহর মাজার শরিফ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে, কেউ কারো উপর আঘাত, হামলা ইসলাম পরিপন্থি।

হামলাকারীরা আল্লাহতালার শত্রু উল্লেখ করে তিনি বলেন, আল্লাহতালার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র, ধর্মস্থানে হামলাকারীরা ধর্ম ও মানবতার শত্রু।

আওলিয়াকেরামের মাজার ও মানুষের ওপর হামলাকে সালাফি ওহাবি খারেজিদের নবী বিদ্বেষেরই বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি বলেন, ওহাবিবাদ এজিদবাদেরই এ যুগের ধারাবাহিকতা। বিশ্বব্যাপী ইসলাম শব্দের ছদ্মবেশে ইসলামের চরম শত্রু সালাফি-ওহাবি-খারেজি গোষ্ঠীবাদি সন্ত্রাসবাদ প্রকৃত ইসলামকে উৎখাত করে তাদের কুফরি মতবাদ ও তালেবানি জঙ্গিবাদি স্বৈরতন্ত্র কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত। ইসলামের সর্বজনীন শান্তিময় কল্যাণময় মূলধারা আহলে সুন্নাত তথা প্রকৃত ইসলামকে উৎখাত করে ইসলামের ছদ্মনামে কুফর জুলুম এজিদবাদী স্বৈরদস্যুতা কায়েমের জঘন্য ষড়যন্ত্র হিসেবে ইসলামের সর্বনিকৃষ্ট শত্রু সালাফি ওহাবি কুফরি খুনি চক্র ক্রমাগত এসব কাপুরোষোচিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

ইমাম হায়াত বলেন, সত্য-ন্যায়-জীবন-মানবতার বিরুদ্ধে এসব ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কেবল নিন্দা ও প্রতিবাদ করে অপশক্তির কবল থেকে মুক্তি আসবে না। আমরা ঈমানী ধারা এবং সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বিশ্বাসী সব মানুষ বিভিন্ন ধর্মের নামে এসব অধর্ম উগ্রবাদ ও বিভিন্ন বস্তুবাদী মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীর স্বৈরব্যবস্থা পরিবর্তন করে সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও অখণ্ড বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা আরেফ সারতাজ, সুফি আহমদ মোর্শেদ, মুফতি আল্লামা রেজাউল কাওসার, শেখ নঈম উদ্দিন,  শেখ হানিফ,আওয়াল কাদেরী, কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ, অ্যাডভোকেট মাঈনুঊদ্দীন টিটু, অধ্যাপক মোকাররম হোসেন, অ্যাডভোকেট শারমিন সুলতানা।

এমএইচডি/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *