শেখ হাসিনার পদত্যাগের খবরের পরপরই বিজয় মিছিল নিয়ে শহরে ঢোকেন হাজার হাজার ছাত্র-জনতা। পরিস্থিতি বিবেচনায় সিরাজগঞ্জের ছাত্র-জনতা ও দলীয় নেতাকর্মীদের মাইকিং করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
শেখ হাসিনার পদত্যাগের খবরের পরপরই বিজয় মিছিল নিয়ে শহরে ঢোকেন হাজার হাজার ছাত্র-জনতা। পরিস্থিতি বিবেচনায় সিরাজগঞ্জের ছাত্র-জনতা ও দলীয় নেতাকর্মীদের মাইকিং করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
রোববার (৫ আগস্ট) সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে তিনি মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দিয়ে এ আহ্বান জানান।
সাইদুর রহমান বাচ্চু বলেন, দীর্ঘ আন্দোলনের পর স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সংবাদ সম্মেলন করে সবাইকে ঘরে ফিরে যেতে বলেছেন। আমরা কোনো সহিংসতা চাই না। আপনারা সবাই বিজয় উল্লাস করুন কিন্তু কোনো প্রকার ভাঙচুর করবেন না।
তিনি বলেন, স্বার্থান্বেষী কিছু লোকজন ছদ্মবেশে শহরে ঢুকে হামলা-ভাঙচুর ও লুটপাট করছে, তারা সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে। আমি জেলা বিএনপির পক্ষ থেকে বলছি, আপনারা কেউ এসব করবেন না। এছাড়াও ছদ্মবেশে কেউ এগুলো করলে তাদের প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।
এ ব্যাপারে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, আমরা কয়েকজন সিনিয়র নেতা এ ব্যাপারে বসেছিলাম। আমরা জানতে পেরেছি এই সময়ে স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী কিছু মানুষ হামলা-ভাঙচুর ও লুটপাট করছে। যারা এগুলো করছে আমরা তাদের চিনিও না। কখনো পার্টি অফিস বা কোথাও দেখিনি। তাই আমরা মাইকিং করে দিয়েছি কারো বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান বা কোনো কিছুতে হামলা ভাঙচুর বা লুটপাটসহ এ জাতীয় কিছু করা যাবে না। কেউ করলে প্রতিহত করতে হবে। আমরা প্রত্যেকটি মসজিদের মাইকেও এগুলো প্রচার করতে বলেছি। এখন প্রত্যেকটি থানা ও ইউনিয়ন পর্যায়ে এটা জানিয়ে দেওয়া হচ্ছে।
এর আগে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর পরই দলে দলে বিজয় মিছিল নিয়ে শহরে ঢোকেন হাজার হাজার ছাত্র-জনতা। শহরের বিভিন্ন স্থানে তারা আনন্দ উল্লাস করেন এবং বিজয়ের স্লোগান দেন। প্রদক্ষিণ করেন শহরের বিভিন্ন সড়ক।
শুভ কুমার ঘোষ/এমএ