মহানবী (সা.) কে নিয়ে ভারতে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা।
মহানবী (সা.) কে নিয়ে ভারতে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী বাজারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, মহানবী (সা.) এর অপমান সহ্য করা হবে না। অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হোক। অন্যথায় দেশের ধর্মপ্রাণ মানুষ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
কর্মসূচি শেষে দোয়া পরিচালনা করেন ইত্তেফাকুল উলামা গৌরীপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন।
এর আগে ভাংনামারী ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাপ্তের আলগী বাজারে জামায়েত হন নেতাকর্মীরা। এতে আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামার নেতা মাওলানা শহীদুল্লাহ, মোস্তফা কামাল, মাহমুদুল হাসান, যুবাইর আহমাদ হামযা, মুফতি মোবারক হোসাইন, মাওলানা হারুন অর রশিদ, তোফাজ্জল হক, মামুনুর রশিদ মাসুদুল করিম, মাহদী হাসান, কারী আব্দুল হালিম, কারী নুরুল আমিন, মো. শাহাবুদ্দিন মাস্টার প্রমুখ।
মো. আমান উল্লাহ আকন্দ/এসএসএইচ