ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক ভালো নয় : বিএনপি

ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক ভালো নয় : বিএনপি

ভারতের প্রভুত্বের রাজনীতির কারণে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভারতের প্রভুত্বের রাজনীতির কারণে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ শ্রদ্ধা জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে আচরণ ও রাজনীতি, সেটা কোন প্রেক্ষাপটে কীভাবে করছে, তা তারাই ভালো বোঝেন। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। তার অন্যতম প্রধান কারণ ভারত সবসময় একটা প্রভুত্বের রাজনীতি পার্শ্ববর্তী দেশের সঙ্গে করে। যেটা ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তাদের সদস্যদের সঙ্গে দুইবার দেখা করেছি। প্রতিবারই বলে এসেছি তারা যেসব সংস্কার করতে চান, সেগুলো ঘোষণা করে জনগণের সামনে তুলে ধরতে। সেগুলো সংস্কারের সময় নির্ধারণ করা, যাতে করে একটা যৌক্তিক সময়ে নির্বাচন হতে পারে। জনগণের ক্ষমতা যাতে জনগণের হাতে তুলে দিতে পারে, সেই ব্যাপারে অনুরোধ করেছি।

আওয়ামী ফ্যাসিবাদী আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নারী-শিশু, ছাত্র-জনতা সবাই জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ প্রমুখ।

এএইচআর/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *