ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ

ভারতে হযরত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বরগুনা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কটূক্তিকারীদের বিচারের দাবিতে জাতিসংঘে প্রস্তাব রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বক্তারা। 

ভারতে হযরত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বরগুনা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কটূক্তিকারীদের বিচারের দাবিতে জাতিসংঘে প্রস্তাব রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বক্তারা। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা প্রেসক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

বরগুনার সদরঘাট কেন্দ্রীয় মসজিদে সামনে আসরের নামাজ শেষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

বিক্ষোভ সমাবেশের বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম আকন বলেন, ভারতে মুসলমানরা সংখ্যালঘু হওয়ায় তাদের ওপর যে নির্যাতন হয় আমরা তার প্রতিবাদ করি। তবে আমারা মুসলমানরা যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হত না। সেই হযরত মুহাম্মদ (সা.)- কে কটূক্তি করা হয়েছে। ভারতে যারা এ কটূক্তি করেছেন অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর আমরা এদেশের হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। সামনে তাদের দুর্গাপূজা আমরা আবারও তাদের নিরাপত্তায় মন্দির পাহারা দেব। আমরা কোনো দাঙ্গা, হাঙ্গামা চাই না। তবে যারা একটি অরাজকতা তৈরির চেষ্টা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ সময় তিনি কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে রাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘে প্রস্তাব রাখতে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাবেক ছাত্র নেতা ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইদ্রিসুর রহমান বলেন, ভারতের দুই কুলাঙ্গার বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করছেন। এর প্রতিবাদে সারাবিশ্ব প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু ভারতের নরেন্দ্র মোদি ও বিজেপি এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। আমরা অতি দ্রুত ওই কুলাঙ্গারদের বিচারের দাবি জানাই। তা না হলে বাংলাদেশে হাসিনার পরিণতি যা হয়েছে নরেন্দ্র মোদির একই অবস্থা হবে। 

আব্দুল আলীম/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *