ভারতে গিয়ে মারা গেলেন আ.লীগ নেতা

ভারতে গিয়ে মারা গেলেন আ.লীগ নেতা

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল (৬০) মারা গেছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল (৬০) মারা গেছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

সোমবার (১৯ আগস্ট) দুপুরে ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার বাগডারা গ্রামে স্ট্রোক করে মারা যান  সাইদুল ইসলাম বাদল।

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পরিবার সূত্রে শুনলাম তিনি ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর পেয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল। আশ্রয় নেন সীমান্তবর্তী চরমাঝাড়দিয়াড় এলাকায়। পরে চরের সীমানা পার হয়ে কোনো এক সময় ভারতে চলে যান। সেখানেই সোমবার দুপুরে তার মৃত্যু হয়। ওইদিন দুর্বৃত্তরা তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। তার পরিবারের অন্য পুরুষ সদস্যরাও পলাতক আছেন। তাকে দেশে আনার চেষ্টা চলছে।

তবে দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, এ রকম কোনো তথ্য এখনো জানা যায়নি। 

শাহিনুল আশিক/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *