মাত্র ২৭ বছর বয়সেই প্রাণ হারালেন ভারতের ওড়িশার জনপ্রিয় সংগীতশিল্পী রুকসানা বানো। গত বুধবার রাতে প্রদেশের ভুবনেশ্বর শহরে মৃত্যু হয় তার। শিল্পীর পরিবারের অভিযোগ, ওড়িশার অন্যান্য শিল্পীরা রুকসানাকে বিষ দিয়ে হত্যা করেছে।
মাত্র ২৭ বছর বয়সেই প্রাণ হারালেন ভারতের ওড়িশার জনপ্রিয় সংগীতশিল্পী রুকসানা বানো। গত বুধবার রাতে প্রদেশের ভুবনেশ্বর শহরে মৃত্যু হয় তার। শিল্পীর পরিবারের অভিযোগ, ওড়িশার অন্যান্য শিল্পীরা রুকসানাকে বিষ দিয়ে হত্যা করেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, রুকসানার জনপ্রিয়তা খুব অল্প দিনের মধ্যে শীর্ষে পৌঁছায়। এতে অন্যান্য শিল্পীরা প্রতিহিংসার শিকার হন রুকসানা-এমনটিই ধারণা তার পরিবারের। তবে হাসপাতালের তরফ থেকে শিল্পীর মৃত্যুর সঠিক কারণ এখনও জানানো হয়নি।
পরিবার সূত্র আরও জানিয়েছে, ১৫ দিন আগে বোলাংগিড়ে একটি গানের শ্যুটিংয়ের সময় ফলের জ্যুস খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিল্পী। গত ২৭ আগস্ট তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর, তাকে এইমস ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়।
শিল্পীর বোনের কথায়, ‘ধীরে ধীরে রুকসানার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আমার বোনকে হত্যা করা হয়েছে।’ শিল্পীর মাও এই অভিযোগ করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে বলে খবর।
ডিএ