ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুয়েল (৩৬) নামে বিচারাধীন মামলার এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুয়েল (৩৬) নামে বিচারাধীন মামলার এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে তিনি মারা যান।
জুয়েল আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আবু চাঁন মিয়ার ছেলে।
কারা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১১টা ১০ মিনিটে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০২০ সালে জুয়েল তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। সেই হত্যার বিচারাধীন মামলার আসামি ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা আছে।
মাজহারুল করিম অভি/এএমকে