রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে ব্রাজিলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে ব্রাজিলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বর্ধিত পারস্পরিক সম্পর্কের প্রশংসা করেন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ব্রাজিলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং রাষ্ট্রদূতকে যথাযথ কর্তৃপক্ষ তথা বিডার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
উপদেষ্টা বাংলাদেশে প্রাণিসম্পদ খাতে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রস্তাবের প্রশংসা করেন। তিনি কৃষি, প্রতিরক্ষা, ক্রীড়া ইত্যাদির মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার বিষয়ে জোর দেন।
রাষ্ট্রদূত উপদেষ্টাকে জানান, ব্রাজিলের বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশ সফর করেছে। তারা বাংলাদেশে বিনিয়োগ ও এফডিআই আনার সুযোগ খুঁজছে।
উপদেষ্টা এবং রাষ্ট্রদূত বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে চলমান সম্পৃক্ততা নিয়ে সন্তোষ প্রকাশ করে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উপদেষ্টা রাষ্ট্রদূতকে অব্যাহত সহযোগিতার জন্য তার মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
এনআই/এমজে