দেশের বর্তমান পরিস্থিতি ও দলের করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার (১৯ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক চলছে।
দেশের বর্তমান পরিস্থিতি ও দলের করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার (১৯ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক চলছে।
অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রাত ৯টার দিকে বৈঠক শুরু হয়েছে। এখনো চলছে।
বৈঠক শুরুর আগে নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আজকের বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে। এর মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিষয়টি আসবে। এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি আসতে পারে।
তিনি বলেন, ইতোমধ্যে গত দুই দিন দলের মহাসচিবসহ আন্তর্জাতিক কমিটির নেতারা জাতিসংঘের প্রতিনিধি এবং কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছে। সেটিও আসতে পারে। আর ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসা এবং তার বিদেশ যাওয়া প্রসঙ্গে আলোচনা হতে পারে।
এএইচআর/কেএ