বেনাপোলে ট্রেনে মিলল পৌনে ২ কোটি টাকার কোকেন ও হেরোইন

বেনাপোলে ট্রেনে মিলল পৌনে ২ কোটি টাকার কোকেন ও হেরোইন

যশোরের বেনাপোলে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন ও এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসব মাদকের মোট মূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা।

যশোরের বেনাপোলে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন ও এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসব মাদকের মোট মূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চলাচলকারী বেতনা এক্সপ্রেস ট্রেনটি তল্লাশি করে এই মাদকের চালান জব্দ করা হয়। রোববার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহলদল কর্তৃক বেনাপোল রেল স্টেশনে বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ট্রেনের ভেতর সন্দেহজনক একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন ও এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন পাওয়া যায়। উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে ব্যাগের কোনো মালিক পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, জব্দকৃত কোকেন ও হেরোইনের মোট মূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। এর মধ্যে কোকেনের মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা ও হেরোইনের মূল্য ৩৩ লাখ ৮৪ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর ঢাকা পোস্টে ‘ভারতীয় চোরাই পণ্য পরিবহনে ব্যবহার হচ্ছে ‘মোংলা কমিউটার’ ট্রেন’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বেনাপোল বন্দর থেকে ট্রেনে করে মাদক চোরাচালান রোধে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

এ্যান্টনি দাস অপু/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *