বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বেইলী রোড মোড়ে ছাত্ররা অবস্থান নিয়েছেন। রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা এখানকার সড়কে অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে ওই এলাকার সব দিকের সড়ক বন্ধ হয়ে গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বেইলী রোড মোড়ে ছাত্ররা অবস্থান নিয়েছেন। রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা এখানকার সড়কে অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে ওই এলাকার সব দিকের সড়ক বন্ধ হয়ে গেছে।
সরেজমিন দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ছাত্ররা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ‘এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি’, ‘দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত’, এমন সব স্লোগান দিতে শোনা যাচ্ছে।
একদফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।
এদিকে, অবরোধ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে, চলছে শুধু রিকশা-সিএনজি। সড়কে মাঝে মাঝে বাসের দেখা মিললে তাতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ, হাসপাতালগামী রোগী ও স্বজনরা।
শনিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের অবস্থান নেওয়া শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি কোটা আন্দোলনের সমর্থনে অভিভাবক ও অনেক শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেন। এসময় অনেকের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এসআই/জেডএস