চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে আগামী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরবেন ৫২ বাংলাদেশি।
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে আগামী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরবেন ৫২ বাংলাদেশি।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ষষ্ঠ দফায় আগামী বৃহস্পতিবার ৫২ বাংলাদেশি নাগরিক বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওনা হবেন। তাদের ওইদিন বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে রওনা হয়ে রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, আজ রাতে লেবানন থেকে ৩৬ বাংলাদেশির ঢাকায় পৌঁছানোর কথা। এ পর্যন্ত চার দফায় লেবানন থেকে ১৮০ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে।
এনআই/এসএসএইচ