বিশ্বকাপে একই গ্রুপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ, বাকি প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপে একই গ্রুপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ, বাকি প্রতিপক্ষ কারা?

২০২৫ সালে মালেশিয়ার মাটিতে বসবে নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। নারী ক্রিকেটের ভবিষ্যত যাদের হাতে, এই মঞ্চটা তাদেরই। নতুন বছরের শুরুতে ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াবে এই বিশ্বকাপের আসর। চলবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত। আজ (রোববার) সেই বৈশ্বিক আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। 

২০২৫ সালে মালেশিয়ার মাটিতে বসবে নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। নারী ক্রিকেটের ভবিষ্যত যাদের হাতে, এই মঞ্চটা তাদেরই। নতুন বছরের শুরুতে ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াবে এই বিশ্বকাপের আসর। চলবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত। আজ (রোববার) সেই বৈশ্বিক আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। 

১৬ দলের এই টুর্নামেন্টে ম্যাচ হবে ৪১টি। ১৬টি দলকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে। তাতে জুনিয়র টাইগ্রেসদের সামনে শুরুতেই অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ। ক্রিকেট বিশ্বের বড় নাম অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে হবে বাংলাদেশকে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচগুলোতে অবশ্য খুব বেশি ভাবতে হচ্ছে না। 

‘ডি’ গ্রুপে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়া আছে স্কটল্যান্ড। এছাড়া চতুর্থ দল হিসেবে যুক্ত হবে এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দেশ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জানুয়ারি। প্রতিপক্ষ এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২০ তারিখ। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২২ জানুয়ারিতে।

২০২৩ সাল থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকায় হয়েছিল অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী আসর। সেবার ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এবারের আসরে গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত। আয়োজক মালয়েশিয়া ছাড়াও এই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’তে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং আমেরিকা। গ্রুপ ‘সি’তে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া। অফ্রিকার যোগ্যতাঅর্জন পর্বের জয়ী দলও থাকবে এই গ্রুপে।

 

গ্রুপ এ – ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়াগ্রুপ বি – ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্রগ্রুপ সি – নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাইগ্রুপ ডি – অস্ট্রেলিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, স্কটল্যান্ড, এশিয়া বাছাই

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *