বিপিএল : খুলনার প্রধান কোচ তালহা, অধিনায়ক হচ্ছেন মিরাজ!

বিপিএল : খুলনার প্রধান কোচ তালহা, অধিনায়ক হচ্ছেন মিরাজ!

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ অক্টোবর। তার আগে শেষ সময়ে সরাসরি চুক্তির মাধ্যমে দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগে পিছিয়ে নেই খুলনা টাইগার্সও। গেলবারের মতো এবারো দলটির প্রধান কোচের ভূমিকায় থাকছেন তালহা জুবায়ের। 

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ অক্টোবর। তার আগে শেষ সময়ে সরাসরি চুক্তির মাধ্যমে দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগে পিছিয়ে নেই খুলনা টাইগার্সও। গেলবারের মতো এবারো দলটির প্রধান কোচের ভূমিকায় থাকছেন তালহা জুবায়ের। 

বিপিএলের সর্বশেষ আসরে সাবেক এই পেস বোলারের কোচিংয়েই দারুণ শুরু করেছিল খুলনা। তবে মাঝপথে খেই হারিয়ে সেমি-ফাইনালের সুযোগ হাতছাড়া হয়ে যায় দক্ষিণবঙ্গের এই দলটির। 

এদিকে, খুলনা দলে নতুন করে এবার যুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সবকিছু ঠিক থাকলে এই অলরাউন্ডারকেই দেখা যাবে অধিনায়কের দায়িত্ব। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মিরাজ। 

খুলনা দলে আফিফ হোসেনের থাকা নিয়েও চলছে আলোচনা। মিরাজের পর ডিরেক্ট সাইনে খেলতে পারেন এই মিডল অর্ডার ব্যাটারও।

চিটাগাং কিংস মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চুক্তি করেছে। এ ছাড়া ফরচুন বরিশালে এবারো খেলবেন তামিম ইকবাল। রিটেনশন ক্রিকেটার যদি তিন জন হয় সেক্ষেত্রে তামিমের পর মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে ধরে রাখতে পারে বরিশাল।

এসএইচ/এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *