বিনা নোটিশে বন্ধ হলো আরেকটি সংবাদমাধ্যম

বিনা নোটিশে বন্ধ হলো আরেকটি  সংবাদমাধ্যম

অনলাইন সংবাদমাধ্যম নিউজটাইম ডটনেটের কার্যক্রম আকস্মিকভাবে বন্ধ ঘোষণা করে কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদ ও আইনসংগত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা।

অনলাইন সংবাদমাধ্যম নিউজটাইম ডটনেটের কার্যক্রম আকস্মিকভাবে বন্ধ ঘোষণা করে কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদ ও আইনসংগত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে এ মানববন্ধন করেন সংবাদমাধ্যমটির কর্মীরা।

এসময় চাকরি হারানো সংবাদকর্মীরা বলেন, একজন পোশাক কর্মীকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হলে তাকে আগে নোটিশ দেওয়া হয় এবং শ্রম আইন অনুযায়ী তার ন্যায্য দেনা-পাওনা পরিশোধ করে থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। কিন্তু সংবাদকর্মীর বেলায় তা মানা হয় না। সংবাদকর্মীদের বেলায় কোনোরকম নিয়মনীতি না মেনেই মালিকের ইচ্ছামতো কর্মীদের ছাঁটাই করে অথবা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। কতটুকু অবহেলার চোখে দেখা হয় সংবাদকর্মীদের। আমাদের ক্ষেত্রেও রংধনু শিল্প গ্রুপের মালিকানাধীন অনলাইন সংবাদমাধ্যম নিউজটাইম ডটনেটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত সেপ্টেম্বরের শেষ দিকে আকস্মিকভাবে জানায় মালিকপক্ষ। কোনো লিখিত নোটিশ না দিয়ে কেবল মৌখিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এরপর কেবল সেপ্টেম্বর মাসের বেতন দিয়ে সব কর্মীকে অফিসে যেতে নিষেধ করা হয়।

মানববন্ধনে নিউজটাইম ডটনেটের বার্তা সম্পাদক মোতাহার হোসেন বুলবুল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রংধনু গ্রুপের মালিক মো. রফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপু দেশের বাইরে অবস্থান করছেন। কাওসার আহমেদ অপু নিউজটাইম ডটনেটের প্রকাশক এবং মো. রফিকুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্বে আছেন। নিউজটাইম বন্ধের সিদ্ধান্ত জানানোর পর তারা কর্মীদের আইনসংগত পাওনা পরিশোধের বিষয়ে কোনো ধরনের আলোচনায় সাড়া দেননি।

এসআর/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *