বিড়ি লিটনের আরও ২ গোডাউনে অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দারা

বিড়ি লিটনের আরও ২ গোডাউনে অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দারা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন ওরফে বিড়ি লিটনের দুটি গোডাউনে অভিযান চালাচ্ছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন ওরফে বিড়ি লিটনের দুটি গোডাউনে অভিযান চালাচ্ছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টা থেকে নগরের হালিশহর থানার বউবাজার আমতল এবং ধুপাপাড়া এলাকায় থাকা দুটি গোডাউনে পৃথক অভিযান চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞা।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) হালিশহর থানার রমনা আবাসিকের মসজিদ গলির জনৈক ফরিদের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ওই বাসা থেকে ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার পিস সিগারেট স্ট্যাম্প, ১৪৮টি সাদা বড় রোল, ৪২৫টি সাদা ছোট রোল, ১২৬টি কালো বড় রোল ও ১ হাজার ৩৭টি কালো ছোট রোল জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের যোগসাজশে বিদেশ থেকে অবৈধ ব্যান্ডরোল আমদানির কারণে আলোচিত আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আবদুস সবুর লিটন। বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো ও তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোসহ কয়েকটি সিগারেট কারখানার মালিক তিনি।

এসব কারখানায় প্রস্তুত করা সিগারেটে নকল ব্যান্ডরোল লাগানো হতো। ভ্যাট গোয়েন্দাদের একটি টিম তদন্ত করে এসবের সত্যতা পেয়েছিলেন কয়েক বছর আগেই। তবে নওফেলের প্রভাবের কারণে শেষমেষ লিটন ওরফে বিড়ি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি এনবিআর।

এমআর/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *