বিচার বহির্ভূত হত্যা ও মব জাস্টিস বন্ধে জবিতে মানববন্ধন 

বিচার বহির্ভূত হত্যা ও মব জাস্টিস বন্ধে জবিতে মানববন্ধন 

বিচার বহির্ভূত হত্যা ও মব জাস্টিস বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 

বিচার বহির্ভূত হত্যা ও মব জাস্টিস বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীদের সংগঠন হিউম্যান রাইটস সোসাইটি।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মানবাধিকারের অবনতি হলে আমাদের হৃদয় রক্তাক্ত হয়। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতন হতে হবে। পাহাড়ি এলাকা, বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে যে মব জাস্টিস হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা তার প্রতিবাদ করছি। পাহাড়ি সন্ত্রাসী দারা পাহাড়ি ভাইদের অত্যাচার করা হচ্ছে। ঢাবি-জাবিতে হত্যা হচ্ছে। আমরা এসব অন্যায় বরদাস্ত করবো না। অন্তর্বর্তীকালীন সরকার এসব অন্যায়ের বিচারের নিশ্চিত করতে পারলে এটা বন্ধ হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, আমরা এর আগে বিভিন্ন মানবাধিকার সংগঠনের একরোখা প্রতিবাদের চিত্র দেখেছি। আমরা একরোখা মানবাধিকার চাই না। সকলের মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিচারবর্হিভূত হত্যা, মব জাস্টিস বন্ধ করতে হবে। আইনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আইনের মাধ্যমেই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

সংগঠনটির সভাপতি মাসুদ রানা বলেন, বাংলাদেশে আইন আছে, আদালত আছে। একজন অন্যায় করলে সেই অন্যায়ের শাস্তি দেয়ার অধিকার আরেকজনের নেই। অন্যায়ের শাস্তি দেবে আইন-আদালত। আবরার হত্যাকাণ্ডে যেভাবে খুনিদের শাস্তির আওতায় আনা হয়েছে, তোফাজ্জল হত্যার সঙ্গে জড়িতদেরও সেভাবে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। আমরা আগের মত অস্থিতিশীল ক্যাম্পাস চাই না।

এসময় সংগঠনটির বিভিন্ন নেতাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএল/এমএসএ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *