রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদের একটি বাসায় গরম পানি করতে গিয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু বায়েজিদ (৩) মারা গেছে। এই ঘটনায় দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো।
রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদের একটি বাসায় গরম পানি করতে গিয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু বায়েজিদ (৩) মারা গেছে। এই ঘটনায় দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, ধানমন্ডি শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ হয়ে তিনজন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে বায়েজিদ নামে এক শিশু আইসিইউতে মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মঙ্গলবার শিশুটির বাবা টোটন এবং বুধবার মা নিপা আইসিইউতে মারা যায়। স্বামী টোটন ৫০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ভোররাতে এই ঘটনাটি ঘটে। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন, টোটন (৩৫), নিপা (৩০) ও শিশু বায়জিদ (৩)। ভোর রাতে শিশুর জন্য গরম পানি করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছিলেন টোটন।
এসএএ/এএমকে