এস কে বি কুকওয়ার বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের বডি সম্বলিত মার্বেল ও সিরামিক কোটেড নন স্টিক কুকওয়ার উৎপাদন শুরু করেছে। এস কে বি স্টেইনলেস স্টিল নন স্টিক কুকওয়ার পণ্য আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার লক্ষ্যে শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
এস কে বি কুকওয়ার বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের বডি সম্বলিত মার্বেল ও সিরামিক কোটেড নন স্টিক কুকওয়ার উৎপাদন শুরু করেছে। এস কে বি স্টেইনলেস স্টিল নন স্টিক কুকওয়ার পণ্য আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার লক্ষ্যে শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা ও কোম্পানির আমন্ত্রিত ডিলাররাসহ কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে এস কে বি নন স্টিক পণ্যের পর্দা উন্মোচন করা হয়।
এস কে বি স্টেইনলেস স্টিল মিলসের চেয়ারম্যান মো. সাইফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আবু খালেদ ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরহাদ আহমেদ, কুকওয়ার বিভাগের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার নিজাম মোহাম্মদ নুসরাত উল্লাহ, জি এম মো. আব্দুল কাদির কামাল এবং ডিজিএম মীর মফিজুল ইসলাম একটি একটি করে পণ্যের পর্দা উন্মোচনের মাধ্যমে এস কে বি নন স্টিক কুকওয়ারের আনুষ্ঠানিক ভাবে বাজারজাতের উদ্বোধন করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমেই ডিজিএম ও জিএমের স্বাগত বক্তব্যের পর একে একে শুভেচ্ছা বক্তব্য দেন কুকওয়ার বিভাগের সিনিয়র জিএম, এস কে বির উপ-ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক। বক্তাদের শুভেচ্ছা বক্তব্যের মাঝেই এস কে বি কোম্পানির ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়। বক্তারা এস কে বি নন স্টিক কুকওয়ারের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে এবং গ্রাহক কেন এস কে বি নন স্টিক কুকওয়ার ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করবেন সে বিষয়ে আলোকপাত করেন।
তাদের বক্তব্য থেকে জানা যায়, এস কে বি নন স্টিক কুকওয়ার প্রতিটি পণ্যের ফুল বডি পিওর স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, তাই খুবই মজবুত। কোনো মরিচা ধরবে না, থাকবে ঝকঝকে চকচকে। ভোজ্য তেল ও জ্বালানি খরচ খুবই কম হবে। রয়েছে পাঁচ স্তরের দীর্ঘস্থায়ী নন স্টিক মার্বেল ও সিরামিক কোটিং। ওভেন প্রুফ ও যেকোনো চুলায় রান্নার উপযোগী। থাকছে এক বছরের ওয়ারেন্টি। তাই দ্রুত ও কম খরচে এবং সহজেই রান্না করার জন্য স্মার্ট রান্নার পাত্র এস কে বি নন স্টিক কুকওয়ার।
সবশেষে এস কে বির চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড অব ব্র্যান্ড মার্কেটিং উজ্জল আহম্মেদ।
এসএসএইচ