বাংলাদেশের মাটিতে আর কোনও স্বৈরাচার তৈরি হবে না : আমিনুল হক

বাংলাদেশের মাটিতে আর কোনও স্বৈরাচার তৈরি হবে না : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে আসছি। দীর্ঘ ১৭ বছরের গণআন্দোলনের বাংলাদেশের ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মাটিতে আর যেন কোনও স্বৈরাচার তৈরি না হয়।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে আসছি। দীর্ঘ ১৭ বছরের গণআন্দোলনের বাংলাদেশের ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মাটিতে আর যেন কোনও স্বৈরাচার তৈরি না হয়।

শুক্রবার (১৬ আগস্ট) মিরপুর ১২ ডি ব্লক সিরামিক গেইট পানির টেংকির মসজিদে দোয়া মাহফিলের পরে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সারা দেশে বিএনপির পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশের মাটিতে একটা স্বচ্ছ সুস্থ ও সুন্দর ধারার রাজনীতি ফিরে আসুক। যেখানে আমাদের কোনও ভাইকে গুম করা হবে না, হত্যা করা হবে না, কারও রক্ত ঝরবে না।

আমিনুল হক বলেন, যেখানে আমাদের ছাত্র জনতার এ আন্দোলনে ছাত্র ভাইয়েরা শেখ হাসিনার আজ্ঞাবহ প্রশাসনের গুলিতে নিহত হয়েছে, আমরা এরকম বাংলাদেশ আর দেখতে চাই না।

তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার আমাকে গত ২০ জুলাই গ্রেপ্তা‌র করে ১৩ দিন রিমান্ডের নামে শারীরিকভাবে ও অমানুষিক নির্যাতন করেছে। চোখ বেঁধে নিয়ে হাতকড়া পড়িয়েছে, শুধু আমি নই আমাদের প্রত্যেক ভাইকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করেছে। মনে হচ্ছে আমরা কোনও চুরি ডাকাতি করেছি।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, ক্ষমতার দাপটে দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজ এগুলো দেখতে চাই না। বাংলাদেশে এমন স্বচ্ছ রাজনীতি তৈরি হউক যেখানে কোনও হানাহানি, কাটাকাটি থাকবে না।

ক্ষমতার দাম্ভিকতা চিরস্থায়ী নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতার দাম্ভিকতা করবেন না, দাম্ভিকতা করা উচিত না। আজকে দেখুন ক্ষমতার দাম্ভিকতা করে শেখ হাসিনার কীভাবে পতন হয়েছে। এটা চিরস্থায়ী নয়।

এসময় মহানগর উত্তর বিএনপির নেতা মাহাবুব আলম মন্টু, কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাস্টার, সাধারণ সম্পাদক মো. মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এএইচআর/পিএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *