‘বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক পালন করা হবে না’

‘বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক পালন করা হবে না’

বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। 

বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। 

বুধবার (১৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ধানমন্ডির রাফা প্লাজার সামনে আলোক প্রজ্বলন পূর্ববর্তী এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আলোক প্রজ্বলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া, শহীদদের স্মরণে দুই মিনিট নিরবতা পালন করা হয়। 

এর আগে, বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নেন হাজারো শিক্ষার্থী। পরে সেখান থেকে রাফা প্লাজা অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা, ‘খুনী হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘বিচার চাই, গণহত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমাদের অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা করেছে। ফ্যাসিবাদের কোনো শোক দিবস হয় না। ২০০৯ সালে সরকার সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রেখে শোক দিবস ঘোষণা করেছিল। বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না।

সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, যারা বিভাজনের রাজনীতি করতে চাইবে, শিক্ষার্থীদের ওপর বুকে গুলি চালাবে, তাদের অবস্থা ৫ আগস্টে গণভবনের মতো হবে। শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। এরই মধ্যে ১৫ আগস্টে একটা মেকি শোক দিবস পালনের মাধ্যমে ম্যাকানিজম করতে চাচ্ছে একটি কুচক্রী গোষ্ঠী। একটা সময় সরকার মেকি শোক দিবস পালন করতে বাধ্য করত। অর্ন্তবর্তীকালীন সরকার এটা বাতিল করেছে। আমরা জানতে পেরেছি একদল স্বার্থান্বেষী আইনজীবী এর বিরুদ্ধে রিট করেছেন। ২০০৯ সালের রায়ের পরিপ্রেক্ষিতে যে রিট করা হয়েছে, যে রায় আসুক না কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেটি প্রত্যাখান করবে।

তিনি বলেন, এখানে আমাদের দলীয় পরিচয় নেই, আমাদের পরিচয় একটাই আমরা নিপীড়িত। যতদিন না নির্যাতনকারীদের ৫৬ হাজার বর্গমাইল থেকে সমূলে বিতাড়িত করা হবে, ততদিন রাজপথ শিক্ষার্থীদের দখলে থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে সুবিধাভোগীদের উদ্দেশে এই সমন্বয়ক বলেন, যারা বিভিন্ন জায়গায় সমন্বয়ক, সহ-সমন্বয়ক সেজে ভাগ-বাটোয়ারা করতে চায়, তারা বিভাজনের রাজনীতি করছে। তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুন। যারা এই পদের পরিচয় দিয়ে বিশেষ সুযোগ-সুবিধা নিতে চায়, তাদের গণধোলাই দেবেন।

কেএইচ/কেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *