বহুমুখী পাটপণ্য মেলা শুরু ২৬ নভেম্বর

বহুমুখী পাটপণ্য মেলা শুরু ২৬ নভেম্বর

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি মাঠে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার সঙ্গে থাকছে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন।

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি মাঠে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার সঙ্গে থাকছে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জেডিপিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা বলেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। সরকার পলিথিনের বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে।

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পাঁচ দিনব্যপী এ মেলার উদ্বোধন করবেন রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রসঙ্গে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেন বলেন, পাট বিষয়ে রচনা (এক থেকে তিন হাজার শব্দের মধ্যে) লিখতে গিয়ে প্রতিযোগীরা পাটের বিষয়ে আরও জানবে এবং পাট সম্পর্কে জানতে আগ্রহী হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের পেজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। পাটের উৎপাদন ও পুরো সাপ্লাই চেইন ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে।

বহুমুখী পাটপণ্যের প্রচার ও ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহুমুখী পাটপণ্যের একক মেলা আয়োজন করা  হয়েছে। ১ নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের উদ্যোগে সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা আয়োজন হচ্ছে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রায় ৩০টি স্টল থাকবে।

মলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরনের জুতা ও শো-পিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।

এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *