বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন পটুয়াখালী অ্যানিম্যাল লাভার্স নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা। পরে উদ্ধার করা অজগরটি বরগুনার সংরক্ষিত একটি বনে অবমুক্ত করেন পাথরঘাটা বনবিভাগ।
বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন পটুয়াখালী অ্যানিম্যাল লাভার্স নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা। পরে উদ্ধার করা অজগরটি বরগুনার সংরক্ষিত একটি বনে অবমুক্ত করেন পাথরঘাটা বনবিভাগ।
মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি নামক এলাকার সংরক্ষিত বনে অজগরটি অবমুক্ত করা হয়।
পটুয়াখালী অ্যানিম্যাল লাভার্স সূত্রে জানা যায়, বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া নামক এলাকার বাসিন্দা মো. সোহেলের বাড়ির পাশে একটি জালে অজগরটি আটকে যায়। পরে দুপুরের দিকে খুলনার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্যকে বিষয়টি জানালে তিনি অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণীকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনকে অবহিত করেন। পরে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা পাথরঘাটায় এসে অজগরটিকে উদ্ধার করে সংশ্লিষ্ট বনবিভাগের সহযোগিতায় সংরক্ষিত বনে অবমুক্ত করেন।
এ বিষয়ে পাথরঘাটা বনবিভাগের সহকারী বিট কর্মকর্তা মো. গোলাম কবির ঢাকা পোস্টকে বলেন, জালে পেঁচানো সাপটি বারমিজ পাইথন প্রজাতির। খুলনা থকে পটুয়াখালী অ্যানিম্যাল লাভার্সকে অবহিত করলে তাদের উপস্থিতিতে অজগরটি উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
মো. আব্দুল আলীম/জেডএস