বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সেনাবাহিনীর ধানের চারা বিতরণ 

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সেনাবাহিনীর ধানের চারা বিতরণ 

নোয়াখালীর সুবর্ণচরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের বেতবুনিয়া গ্রামে এসব চারা বিতরণ করা হয়।

নোয়াখালীর সুবর্ণচরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের বেতবুনিয়া গ্রামে এসব চারা বিতরণ করা হয়।

জানা গেছে, সুবর্নচর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় সেনাবাহিনী ১৬ পদাতিক ডিভিশন বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ কৃষকের মাঝে ৩০ বিঘা জমির ধানের চারা বিতরণ করেছে। এ সময় সেনাবাহিনীর ১৬ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট নাইমুজ্জামান, সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নোয়াখালীতে ৩৩ হাজার ৯০৫ হেক্টর জমির আমন ফসল বন্যায় আক্রান্ত হয়। এর মধ্যে ২৫ হাজার ৬০১ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এসব জমিতে চাল উৎপাদিত হওয়ার কথা ৭১ হাজার ৬৮৩ মেট্রিক টন। অপরদিকে বন্যায় আমনের পাশাপাশি ৪ হাজার ৫২১ হেক্টর জমির আউশ ফসলের বেশ ক্ষতি হয়েছে। ওই ক্ষতির কারণে আরও ১০ হাজার ৮৮৬ মেট্রিক টন চালের উৎপাদন কম হবে।

সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, বন্যা ও জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশ ও আমনের বীজতলা। এ ছাড়া ক্ষতির তালিকায় রোপা আমন, সবজিখেত, পান, আখ, হলুদ, আদা এবং নানা জাতের ফলজ গাছও রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত ১১ কৃষকের মাঝে ৩০ বিঘা জমির ধানের চারা বিতরণ করেছে। এতে কৃষকদের উপকার হবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বিভিন্ন এলাকায় খুঁজে খুঁজে প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সকল মানবিক কাজ অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/এমজেইউ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *