‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথা বললে গুন্ডা বাহিনী দিয়ে হামলা হতো’

‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথা বললে গুন্ডা বাহিনী দিয়ে হামলা হতো’

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি-অনিয়মের অভিযোগে এবং তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও অভিভাবকরা। 

গতকাল বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন— বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবুর রহমান, হাবিবুর রহমান, মেহেদী হাসান, ইসরাত আক্তার, রাইসা আক্তারসহ আরও অনেকে। এসময় উপজেলার হাজরাবাড়ী ও হাজীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, ইতিপূর্বে প্রধান শিক্ষক হারুন রশিদ স্কুলের নামের বরাদ্দকৃত অনেক টাকা পয়সা আত্মসাৎ করেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথা বলতে গেলে তার গুন্ডা বাহিনী দিয়ে হামলা ও মারধর করা হতো।  

বিক্ষুদ্ধ অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক হারুন রশিদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় বিগত কয়েক বছরে ৬ জন সহকারী শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে। কোনো ধরনের মিটিং না করে এবং না জানিয়ে বিভিন্ন অর্থ আত্মসাৎ করেন। পকেট কমিটি দিয়ে স্কুল পরিচালনা করতেন। 

শিক্ষার্থীদের পাঠদান ও স্কুলের ভাবমূর্তি রক্ষার জন্য প্রধান শিক্ষক হারুন রশিদকে স্কুল থেকে দ্রুত অপসারণ করার জোর দাবি জানানো হয়। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে প্রয়োজনে বড় ধরনের আন্দোলনের হুমকি দেন তারা। 

বিদ্যালয়ে না থাকায় প্রধান শিক্ষক হারুন রশিদের সাথে যোগাযোগ করার জন্য  মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল ধরেননি।

এ বিষয়ে বিদ্যালয়টির বর্তমান সভাপতির দায়িত্বে থাকা মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  এস এম আলমগীর বলেন, ফুলকোচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের খবর শুনেছি। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। 

এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *