প্রত্যেকের এলাকার সংখ্যালঘুর বাড়ি নিরাপদ রাখুন : শায়খ আহমাদুল্লাহ

প্রত্যেকের এলাকার সংখ্যালঘুর বাড়ি নিরাপদ রাখুন : শায়খ আহমাদুল্লাহ

ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের জেরে পতন ঘটেছে দীর্ঘ দিনের স্বৈরাচার সরকারের। সরকার পতনের খবরেই উচ্ছ্বাসে ভেসেছেন দেশের আপমর জনতা। আল্লাহর শুকরিয়া আদায় করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ আজহারী। তবে এই বিজয় উদযাপনে সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সংখ্যালঘুরা যেন কোনোভাবে আহত না হয়, তা নিশ্চিত করার প্রতি জোর দিতে বলেছেন তিনি।

ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের জেরে পতন ঘটেছে দীর্ঘ দিনের স্বৈরাচার সরকারের। সরকার পতনের খবরেই উচ্ছ্বাসে ভেসেছেন দেশের আপমর জনতা। আল্লাহর শুকরিয়া আদায় করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ আজহারী। তবে এই বিজয় উদযাপনে সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সংখ্যালঘুরা যেন কোনোভাবে আহত না হয়, তা নিশ্চিত করার প্রতি জোর দিতে বলেছেন তিনি।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে চলে আসা, অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসছিলেন দেশের জনগণ। ইতোমধ্যে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটেছে। এই পুরো সাফল্যের মহানায়ক, বিশেষত ছাত্রদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের আমরা হারিয়েছি সবাই রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন।

তিনি বলেন, বর্তমানে অনেকে সুযোগ সন্ধানী এমন কিছু কাজ করছে যা পুরো অর্জনকে ম্লান করে দিচ্ছে। তম্মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো লুটতরাজ। অনেকে রাস্তার লাইটসহ খুলে নিয়ে যাচ্ছেন।

এ সময় তিনি বলেন, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকের এলাকার সংখ্যালঘুর, বাসা-বাড়ি, স্থাপনা, উপাসনালয় যেন নিরাপদ থাকে, কেউ হামলা চালাতে না পারে, কোনো ধরনের দুষ্টচক্র যেন সুযোগ নিতে না পারে এ বিষয়ে সজাগ থাকতে হবে। প্রত্যেক মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা নিজের মসজিদের মাইকে এলান করে সবাইকে এমন অরাজকতা থেকে মুক্ত থাকার আহ্বান জানান।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *