পুজার আর মাত্র কয়েকটা দিন বাকি। আরজি কর-কাণ্ড আবহে এমনিতেই এ বছর কলকাতায় উৎসবে ভাটা। এর মাঝেই দেবীর আগমনের আগে অঘটন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের জীবনে।
পুজার আর মাত্র কয়েকটা দিন বাকি। আরজি কর-কাণ্ড আবহে এমনিতেই এ বছর কলকাতায় উৎসবে ভাটা। এর মাঝেই দেবীর আগমনের আগে অঘটন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের জীবনে।
ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ এই অভিনেত্রী সোমবার সকালে স্বামী ফিরোজকে হারিয়েছেন। ৬০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রীর স্বামী।
আনন্দবাজার অনলাইনকে খবরটি জানিয়েছেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। তিনি যখন শোকের খবর জানান তখনই সুভদ্রা এবং তার পরিবার স্বামী ফিরোজকে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য রওনা দিয়েছেন।
সোহিনীর কথায়, ‘সুভদ্রাদির স্বামী আহমেদাবাদের ব্যবসায়ী। কর্মসূত্রে থাকতেন মুম্বাইয়ে। কাজের ফাকে প্রায়ই কলকাতায় আসতেন। দেখা করে যেতেন সুভদ্রাদি, একমাত্র ছেলের সঙ্গে।’
তিনি জানান, শনিবারও তেমনই শহরে এসেছিলেন। রোববার সারাদিন বন্ধুদের সঙ্গে কাটান। এরপর সোমবার সকালে ঘুমের মধ্যে সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হন। কেউ কিছু টের পাওয়ার আগেই সব শেষ। প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে একই দিনে বাবা ও শ্বশুরমশাইকে হারিয়েছেন এই অভিনেত্রী। এবার স্বামীও পাড়ি জমালেন না ফেরার দেশে।
অভিনয়ের পাশাপাশি সুভদ্রা রাজনীতিতেও পরিচিত মুখ। বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরে অবশ্য দলত্যাগ করে বেরিয়ে আসেন।
সোহিনী আরও জানান, এদিন ফিরোজের অন্ত্যেষ্টির সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ায় খবর ছড়াতেই একাধিক অভিনেতা সুভদ্রার সঙ্গে দেখা করতে যান।
এনএইচ