পুরনো ফোন বদলে নতুন ফোন কিনলে অবশ্যই এই কাজগুলো করুন

পুরনো ফোন বদলে নতুন ফোন কিনলে অবশ্যই এই কাজগুলো করুন

বর্তমানে অনেকেই নতুন ফোন কেনার সময় পুরনো ফোনটি বেঁচে দেন কিংবা পুরনো ফোনটি বদলে নেন। তবে মনে রাখবেন পুরনো ফোন বিক্রি বা বদলানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন। যদি নিজের ব্যক্তিগত তথ্য ডিলিট না করেন তা হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। তাই পুরনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলো অবশ্যই করে রাখুন। 

বর্তমানে অনেকেই নতুন ফোন কেনার সময় পুরনো ফোনটি বেঁচে দেন কিংবা পুরনো ফোনটি বদলে নেন। তবে মনে রাখবেন পুরনো ফোন বিক্রি বা বদলানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন। যদি নিজের ব্যক্তিগত তথ্য ডিলিট না করেন তা হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। তাই পুরনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলো অবশ্যই করে রাখুন। 

ব্যাংকিং তথ্য মুছে ফেলুন। আমাদের স্মার্ট ফোনে অনেক ব্যক্তিগত তথ্য, ব্যাংকের লেনদেনের তথ্য জমা থাকে। তাই ফোন কাউকে দেওয়ার আগে সেসব তথ্য মুছে ফেলা প্রয়োজন।

ফোন বিক্রির আগে সেটিংস অপশনে গিয়ে সব ডেটা মুছে ফেলতে হবে।

ই-ব্যাংকিং করে থাকলে, ফোন থেকে সমস্ত হিস্ট্রি মুছে দিন। এসব তথ্য অন্য কারও হাতে গেলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড বা ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের গোপন তথ্যও অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

সব ধরনের অ্যাপলিকেশন থেকে সব অ্যাকাউন্ট ডিলিট করে দিন। আর ডিলিট করার আগে অবশ্যই সব অ্যাকাউন্ট লগ আউট করে দিন। সেটি সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুগল অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলবেন না। 

ফোন বিক্রির আগে মনে করে সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডটিও বের করে নেবেন। সেটি থেকে গেলে মেমরিতে যা যা আছে তা অন্যের হাতে চলে যাবে। ফোনে যদি অডিও, ভিডিও, ছবির ব্যাকআপ থাকে, সেগুলো মুছে দিতে হবে।

এখনকার বেশিরভাগ স্মার্ট ফোনে কল লিস্ট, মেসেজের ব্যাক আপ থাকে। কোনও কোনও ফোনে আবার কল রেকর্ডিং-এর ব্যাকআপ থাকে। তাই মনে করে সেসব মুছে দিন। যদি প্রয়োজন হয় তাহলে সেসব রেকর্ড, কল বা মেসেজের ব্যকআপ আপনার গুগল ড্রাইভে রেখে দিতে পারেন। এতে পরের বার নতুন মোবাইলে আবার সেই গুগল অ্যাকাউন্ট লগ ইন করলেই সব তথ্য আপনি পেয়ে যাবেন। 

সবচেয়ে ভালো হয় ফোনটি ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন। ফ্যাক্টরি রিসেট করার সময় ব্যাকআপ অপশনটি ডিসেবেল করে দেবেন।  

এমএসএ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *