পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। সেই নিয়ম অনুযায়ী, ১১ জন পরিচালকের পদ শূন্য হয়েছে। গতকাল বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। সেই নিয়ম অনুযায়ী, ১১ জন পরিচালকের পদ শূন্য হয়েছে। গতকাল বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বিসিবির সদস্য পদ হারানো পরিচালকদের মধ্যে আছেন সর্বশেষ সভাপতি নাজমুল হাসান পাপনও। এই ১১ জন ছাড়াও আরো তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ ছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।

টানা তিন বা তার বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের মধ্যে আছেন পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেল।

আর পদত্যাগপত্র গৃহীত হয়েছে খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেনের।

আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এসএইচ/এইচজেএস 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *