রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে আয়েশা আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।
রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে আয়েশা আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবী বাউনিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে থানা হেফাজতে মরদেহ নিয়ে আসে পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানা পুলিশ বলছে, দুই মাদক কারবারি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে।
নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-কমিশনার(ডিসি) মাকছুদের রহমান ঢাকা পোস্টকে জানান, মিরপুর পল্লবী বাউনিয়াবাদ এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে বাসার সামনে থাকা এক নারীর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই মারা যান। নিহত নারীর নাম আয়েশা আক্তার (২৬)। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
তিনি বলেন, মাদক কারবারিদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আরও কয়েকটি বিষয় সামনে নিয়ে নারীর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারি মামুন অপর সন্ত্রাসী মোমিন নামে একজনকে গুলি করলে, সে গুলি গিয়ে ওই নারীর মাথায় লাগে। ইতোমধ্যে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে থানা পুলিশ।
জেইউ/এমএসএ