অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার কায়াকু আসোমা চেরিমে।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার কায়াকু আসোমা চেরিমে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাইকমিশনার তার মেয়াদে বাংলাদেশ সরকার কর্তৃক সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপদেষ্টা বাংলাদেশ ও ঘানার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন।
আলোচনায় উপদেষ্টা দুই দেশের চমৎকার সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আরও গভীর করার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ঘানার অনারারি কনসাল ইব্রাহিম দাউদ মামুন এ অ্যাজেন্ডাকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
উভয়পক্ষ পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতামূলক কাঠামো সংক্রান্ত চুক্তি ত্বরান্বিত করার বিষয়ে সহমত পোষণ করেন।
এনআই/এসএসএইচ