ছাত্রজনতার অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পদে রদবদল হয়েছে। এবার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েলে নতুন ব্যবস্থাপনা পরিচালক পদায়ন করা হয়েছে।
ছাত্রজনতার অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পদে রদবদল হয়েছে। এবার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েলে নতুন ব্যবস্থাপনা পরিচালক পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালনাধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদায়ন করা হয়েছে মো. আবদুস সোবহানকে।
গতকাল বুধবার বিপিসির উপসচিব মুহাম্মদ আশরাফ হোসেন সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।
মো. আবদুস সোবহান এর আগে এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সুপিরিয়র সিলেকশন কমিটির গত ১৪ আগস্টে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিপিসির অধীন প্রতিষ্ঠান এসপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সোবহানকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি করা হলো।
তিনি তার নিজ কর্মস্থল এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) হতে অবমুক্ত হয়ে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে (পিওসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করবেন।
আরএমএন/এমএ