পদত্যাগ করলেন ঢাবির কলা অনুষদের ডিন আবদুল বাছির 

পদত্যাগ করলেন ঢাবির কলা অনুষদের ডিন আবদুল বাছির 

শিক্ষার্থীদের তোপের মুখে এবার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। পবিত্র রমজান মাসে কোরআন তিলাওয়াতকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে এই ডিনকে পদত্যাগের পর বসিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শোনান শিক্ষার্থীরা। 

আজ (সোমবার) সাড়ে ১২টার দিকে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে উপাচার্য না থাকায় তা উপাচার্য অফিসে পাঠানো হয়। 

পদত্যাগপত্রে তিনি লেখেন, আমি নিম্নস্বাক্ষরকারী অদ্য ১৯-০৮-২০২৪ তারিখ কলা অনুষদের ডিন পদ থেকে অব্যাহতি নিচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।  

এক শিক্ষার্থী বলেন, পবিত্র রমজান মাসে বটতলায় পবিত্র কোরআন তেলাওয়াত এর অনুষ্ঠান করার জন্য বাছিস স্যার আমাদের প্রচণ্ড হেনস্তা করেছেন। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন। তখন তাদের সুসময় ছিল বলে যা ইচ্ছা অত্যাচার করে গেছেন, ইসলাম বিদ্বেষ করে গেছেন। কিন্তু এখন সময় পাল্টেছে, তার ক্ষমতা চলে গেছে। তার প্রতি প্রতিটি শিক্ষার্থীর মনে ক্ষোভ জমা ছিল। আজ তার পদত্যাগের মাধ্যমে সেটা কিছু হলেও প্রশমিত হয়েছে।  

কেএইচ/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *