নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিলেন আল-হিলাল কোচ

নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিলেন আল-হিলাল কোচ

অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি থেকে ফিরেছেন দীর্ঘ এক বছর পর। এরপর সবমিলিয়ে কেবল ৪৫ মিনিটের মতো খেললেন আল-হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আর এরপরই ফের চোটের হানা। ইনজুরি-কবলিত ক্যারিয়ার নিয়ে হয়তো তার জন্য এটি নতুন কিছু নয়। তবে দীর্ঘ ইনজুরির পর আবারও তিনি তিক্ত কিছুরই মুখোমুখি হচ্ছেন। সেই দুঃসংবাদ দিলেন আল-হিলাল কোচ জর্জ জেসুস।

অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি থেকে ফিরেছেন দীর্ঘ এক বছর পর। এরপর সবমিলিয়ে কেবল ৪৫ মিনিটের মতো খেললেন আল-হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আর এরপরই ফের চোটের হানা। ইনজুরি-কবলিত ক্যারিয়ার নিয়ে হয়তো তার জন্য এটি নতুন কিছু নয়। তবে দীর্ঘ ইনজুরির পর আবারও তিনি তিক্ত কিছুরই মুখোমুখি হচ্ছেন। সেই দুঃসংবাদ দিলেন আল-হিলাল কোচ জর্জ জেসুস।

এক বছর পর গত মাসেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে নেইমারে মাঠে ফিরেছেন। সেদিন ৭৭তম মিনিটে এবং গতকাল তাকে বদলি নামানো হয় ৫৮ মিনিটে। তবে চোট নিয়ে তাকে ৮৬ মিনিটেই তুলে নিতে বাধ্য হন আল-হিলাল কোচ। নেইমারের সৌদি ক্লাবটি গতকাল ইস্তেগলাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে। তবে বড় খবর হয়ে উঠেছে নেইমারের চোট!

নতুন করে পাওয়া এই চোট কতটা গুরুতর, সেটি নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে জানিয়েছেন নেইমার। তবে সেটি ছিল তার পক্ষ থেকে আশার কথা, ‘আশা করি, গুরুতর কিছু নয়…এক বছর বাইরে থাকার পর এমনটা হওয়াই স্বাভাবিক। চিকিৎসকেরা এরই মধ্যে বিষয়টি নিয়ে আমাকে সতর্ক করেছিলেন। তাই সাবধান থেকে আরও বেশি সময় খেলতে হবে আমাকে।’

সেই আশা আল-হিলাল কোচের ঘোষণা আসা পর্যন্তই টিকে ছিল কেবল। দলের প্রধান এই তারকাকে আবারও দুই সপ্তাহ চোটের কারণে বাইরে থাকতে বলে জানিয়েছেন জর্জ জেসুস। তিনি বলেছেন, ‘সে (নেইমার) যে চোট থেকে ফিরেছে, সেটি সহজ কিছু নয়। এ ছাড়া মাঠে তার পজিশনও বিপদজনক, যেখান থেকে অন্যদের সঙ্গে সংযোগ তৈরি করতে হয়। আমার মতে তার এবারের চোটটি মাংসপেশিতে, হাঁটুতে নয়। যার জন্য ন্যূনতম ২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।’

আল-হিলাল কোচের এই মূল্যায়ন যথাযথ হলে চলতি নভেম্বরের শেষে মাঠে নামা হবে নেইমারের। যদিও এর ভেতর তার আর ম্যাচ নেই। কারণ এর ভেতর আল-হিলাল সৌদি প্রো লিগে ৮ ও ২৩ নভেম্বর দুটি ম্যাচ খেলবে, সেই লিগে রেজিস্ট্রেশন করা হয়নি ব্রাজিল ফরোয়ার্ডকে। চোটের ঝুঁকি মাথায় রেখেই তাকে রাখা হয়নি বলে নতুন করে স্মরণ করিয়ে দিলেন ক্লাব কোচ জেসুস, ‘আমি তাকে লিগে রেজিস্টার করিনি, কারণ আমি আশঙ্কায় ছিলাম এমন কিছু হবে। কারণ এটি (এসিএল) সাধারণ কোনো চোট নয়।’

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-হিলালের পরবর্তী ম্যাচ রয়েছে ২৬ নভেম্বর (প্রতিপক্ষ কাতারের ক্লাব আল-সাদ) ও ৪ ডিসেম্বর (কাতারি ক্লাব আল-ঘারাফা’র বিপক্ষে)। আল-হিলাল চাইবে ২৬ নভেম্বরের ম্যাচের আগেই যেন ফিট হয়ে ওঠেন নেইমার। অন্যদিকে, এই তারকা যেন নিজেদের পুরোনো ছন্দে ফিরতে পারেন সেজন্য সময় নিতে চায় ব্রাজিল। সে কারণে নভেম্বরে তাদের দুটি বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী বছরের মার্চে ফের জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেন।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *