গেল মাসেই অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ হাই পারফর্মম্যান্স দল। দেশে পৌঁছানোর পর অবশ্য কয়েকদিনের বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। তবে বিশ্রাম শেষে আবারো অনুশীলন শুরু করেছেন এইচপির ক্রিকেটাররা।
গেল মাসেই অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ হাই পারফর্মম্যান্স দল। দেশে পৌঁছানোর পর অবশ্য কয়েকদিনের বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। তবে বিশ্রাম শেষে আবারো অনুশীলন শুরু করেছেন এইচপির ক্রিকেটাররা।
মিরপুর শের-ই বাংলার মাঠে আজ সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আকবর আলি। জানিয়েছেন নিজের সামর্থ্য আর পরিশ্রমের ওপর আস্থার কথা। আকবর বলছিলেন, ‘সত্যি বলতে আমি আসলে এ বিষয়গুলো নিয়ে খুব ভাবি না। আমি যদি আমার কাজের প্রতি সৎ থাকি এটাই আমার কাছে মুখ্য বিষয়।’
‘আমি সবসময় চেষ্টা করি নিজের শতভাগ দেওয়ার। ম্যাচ কিংবা অনুশীলনের সবসময় চেষ্টা করি সেরাটা দেওয়ার। এরপরে যদি না হয় তাহলে যেখানে পিছিয়ে থাকি সেগুলো নিয়ে আবার কাজ করি। আমি কখনো এগুলো নিয়ে আক্ষেপ করি না।’-যোগ করেন তিনি।
চলমান পাকিস্তান সিরিজে বল হাতে গতির ঝড় তুলছেন নাহিদ রানা। ১৫২ কিমি গতিতে একটি ডেলিভারী করেছেন এই সিরিজে। যা বাংলাদেশের ইতিহাসে কোনো বোলারের গতির রেকর্ড। খুব কাছ থেকেই নাহিদকে দেখেছেন আকবর। ফলে তার প্রতিভা সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল আকবরের।
এই পেসারের বিশেষত্ব নিয়ে আকবর বলেন, ‘রানার যে বিশেষত্ব সেটা আমরা সবাই জানি, তা হচ্ছে পেস। রানাকে যখন প্রথম দেখেছি তখন থেকেই এগ্রেশন নিয়ে পেস বল করতো এবং পছন্দ করত। সবসময় একটা কথাই বলে যে পেসের সাথে সে কখনো কমপ্রোমাইজ করবে না, এটাই বিশেষত্ব।’
এসএইচ/এইচজেএস