ধারাভাষ্যে যোগ দিতে পদত্যাগ করলেন কোচ

ধারাভাষ্যে যোগ দিতে পদত্যাগ করলেন কোচ

অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন সাবেক তারকা ক্রিকেটার ড্যারেন লেহম্যান। এরপর বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি ব্রিজবেন হিট ও শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। এর মাঝে চুক্তির এক বছর বাকি থাকতেই হঠাৎ লেহম্যান দুটি দলের কোচিং ছাড়ার ঘোষণা দিয়েছেন। এর নেপথ্য কারণ এবিসি স্পোর্টসের রেডিওতে পূর্ণকালীন ধারাভাষ্যে যোগদান।

অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন সাবেক তারকা ক্রিকেটার ড্যারেন লেহম্যান। এরপর বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি ব্রিজবেন হিট ও শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। এর মাঝে চুক্তির এক বছর বাকি থাকতেই হঠাৎ লেহম্যান দুটি দলের কোচিং ছাড়ার ঘোষণা দিয়েছেন। এর নেপথ্য কারণ এবিসি স্পোর্টসের রেডিওতে পূর্ণকালীন ধারাভাষ্যে যোগদান।

ব্রিসবেন হিট ও কুইন্সল্যান্ড দুটি ভিন্ন দলের সঙ্গেই চুক্তির মেয়াদ এক বছর বাকি ছিল ৫৪ বছর বয়সী এই কোচের। তার অধীনেই বিগ ব্যাশের উদ্বোধনী ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রিসবেন। ফ্র্যাঞ্চাইজিটির নতুন প্রধান কোচ জোহান বোথার সহকারী হিসেবে ২০২৪-২৪ মৌসুমে কাজ করার কথা ছিল লেহম্যানের। কিন্তু তিনি ধারাভাষ্যে যোগ দিয়ে ক্রিকেট বিশ্লেষণে মনোযোগ দিতে চান ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজ দিয়ে। এরপর লেহম্যান বিগ ব্যাশেও ধারাভাষ্য দেবেন।

এর আগে সম্প্রতি বিগ ব্যাশের দুটি ফ্র্যাঞ্চাইজি অ্যাডিলেইড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ হওয়ার আবেদন করেছিলেন লেহম্যান। শেষ পর্যন্ত তিনি কোনো ফ্র্যাঞ্চাইজিতেই ওই দায়িত্ব পাননি। প্রধান কোচ হিসেবে অ্যাডিলেইড বেছে নিয়েছে টিম পেইনকে, মেলবোর্নের দায়িত্ব নিয়েছেন ক্যামেরন হোয়াইট। সেখানে হতাশ হওয়ার পর লেহম্যান এবার কোচিং থেকেই সরে দাঁড়ালেন। কুইন্সল্যান্ড ও ব্রিজবেন হিটের আগের কোচিং স্টাফের মধ্যে এখন কেবল দায়িত্ব চালিয়ে যাবেন অ্যান্ডি বিকেল।

কোচিং ছাড়ার ঘোষণা দিয়ে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক এই অজি অলরাউন্ডার বলেন, ‘কোচিংয়ের এই যাত্রায় আমি দুর্দান্ত সময় কাটিয়েছি, যেখানে পছন্দের অনেক স্মৃতি জমা আছে। এই মুহূর্তে কোনো আকাঙ্ক্ষা নেই, তবে কুইন্সল্যান্ড এবং ব্রিসবেনের ভবিষ্যতের জন্য শুভকামনা। আমার দায়িত্বকালের পুরো সময়টা উপভোগ্য করার জন্য সকল স্টাফের প্রতি কৃতজ্ঞতা।’ কুইন্সল্যান্ডের প্রধান নির্বাহী টেরি সোয়েনসন লেহম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে ২৭টি টেস্ট ও ১১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন লেহম্যান। যেখানে ব্যাট হাতে তিনি ৪৮৭৬ এবং বোলিংয়ে ৬৭ উইকেট শিকার করেছেন।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *