দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন কিউই ব্যাটার

দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন কিউই ব্যাটার

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন চ্যাড বোস। নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বুধবার ক্যান্টারবুরির হয়ে এই কীর্তি গড়েন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন চ্যাড বোস। নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বুধবার ক্যান্টারবুরির হয়ে এই কীর্তি গড়েন তিনি।

ক্রাইস্টচার্চে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেছেন এই কিউই ব্যাটার। শেষ পর্যন্ত ১১০ বলে ২০৫ রান করে থেমেছেন তিনি। ২৭ চার ও ৭ ছক্কায় সাজানো ছিল তার ইতিহাস গড়া ইনিংসটি।

৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ১১৪ বলে। যৌথভাবে যেটি ছিল অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসানের।

২০২১ সালে অ্যাডিলেইডে কুইন্সল্যান্ডের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ১২৭ বলে ২৩০ রানের ইনিংস খেলার পথে রেকর্ডটি গড়েছিলেন হেড। পরের বছর বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলের বিপক্ষে তামিলনাড়ুর হয়ে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংসের পথে সেই রেকর্ড স্পর্শ করেন জাগাদিসান।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর বোস বলেন, ‘ব্যাপারটা হজম হতে দু-একদিন লঅগবে হয়তো। তবে অবশ্যই আজকে হ্যাগলিতে দিনটি ছিল দুর্দান্ত এবং বিশেষ খিচু করার ভালো উপলক্ষ। এই ধরণের কিছু সাধারণত সহজাতভাবেই হয়ে যায়। পরিকল্পনা করে বা চেষ্টা করে এসব হয় না। আমি খুশি যে দিনটি আমার ছিল।’

‘শুরুটা খুব ভালো করতে পেরেছিলাম। এরপর স্রেফ একই ছন্দে ছুটে গেছি। যেহেতু এটা কাজে লাগছিল, তাই লাগাম দেওয়ার চেষ্টা করিনি, শুধু চেয়েছি আরও দ্রুততায় ছুটে যেতে।’-যোগ করেন।

এইচজেএস 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *