বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। এখন যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। এখন যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
শনিবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহরের তাকিয়া রোডস্থ বিপিএস টাওয়ারে বন্যায় ফেনী সদর ও পৌর এলাকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বৈরাচার এখনো ষড়যন্ত্র করছে উল্লেখ করে মাহবুবের রহমান বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্টরা এ দেশ শেষ করে দিয়েছে। স্বৈরাচাররা এখনো ষড়যন্ত্র করছে। পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে নানা চক্রান্ত করছে।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে। নেতাকর্মীদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করছে। এটির মাধ্যমে বিএনপি আরও একটি নজির স্থাপন করেছে।
মাহবুবের রহমান শামীম বলেন, বন্যায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রেখেছে। বিএনপি জনগণের দল। যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে এ দল মানুষের পাশে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারেক চৌধুরী/এমএসএ