অনুর্ধ্ব ১৯ দলে থাকাকালীন সময়েই পরিচিত লাভ করেছিলেন জিসান আলম। ব্যাট হাতে ইনিংসের শুরু থেকেই মারকাটারি খেলার জন্য বেশি পরিচিত লাভ করেছিলেন তরুণ এই ক্রিকেটার। বর্তমানে রয়েছেন বিসিবির এইচপি দলেও। সবশেষ বিপিএলেও দেখা গিয়েছিল জিসানকে। আজ শনিবার মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন এই ব্যাটার।
অনুর্ধ্ব ১৯ দলে থাকাকালীন সময়েই পরিচিত লাভ করেছিলেন জিসান আলম। ব্যাট হাতে ইনিংসের শুরু থেকেই মারকাটারি খেলার জন্য বেশি পরিচিত লাভ করেছিলেন তরুণ এই ক্রিকেটার। বর্তমানে রয়েছেন বিসিবির এইচপি দলেও। সবশেষ বিপিএলেও দেখা গিয়েছিল জিসানকে। আজ শনিবার মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন এই ব্যাটার।
অনূর্ধ্ব-১৯ দল থেকে জাতীয় দলে অভিষেকের শতকরা হারে বিশ্বের বাকি সব দেশের তুলনায় অনেকটাই এগিয়ে বাংলাদেশ। তামিম ইকবাল পরবর্তী সময়ে এখন পর্যন্ত বাংলাদেশের ওপেনিং ভরসাও হতে পারেন জিসান।
গণমাধ্যমের সামনে দেশ এবং দেশের বাইরে নিজের আইডল নিয়ে কথা বলতে গিয়েও উচ্চারণ করলেন দুই ওপেনারের নাম। ভারতের রোহিত শর্মার নাম উল্লেখ করে বললেন, ‘তার (রোহিতের) ব্যাটিং তার মতো আমার ব্যাটিং আমার মতো। আমি ছোটো থেকে যেভাবে বড় হয়েছি আমি আমার মতো ব্যাটিং করার চেষ্টা করি। জিসান রোহিতের পরেই নিলেন দেশের ওপেনার লিটন দাসের নাম, ‘সবাই বলে (রোহিতের মতো)। কিন্তু আমি আমার মতো ব্যাটিংয়ের চেষ্টা করি। বাংলাদেশে আমার আইডল লিটন ভাই আর দেশের বাইরে রোহিত শর্মা।’
জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলে সব ফরম্যাটেই খেলতে চান জিসান, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি সব ফরম্যাটের ক্রিকেটে খেলতে চাই। নির্দিষ্টভাবে কিছু নেই। যেহেতু ছোটোবেলা থেকেই সেভাবে অনুশীলন করে আসছি, এ কারণেই সবাই বলে ন্যাচারাল হিটার।’
এসএইচ/জেএ