কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া বলেছেন, আমাদের এই গোয়ালন্দ সম্প্রীতির শহর। দুর্গাপূজায় বিশৃঙ্খলা এড়াতে আমর বিএনপির সবাই হিন্দু ভাইদের সহযোগিতা করব। গোয়ালন্দে বিএনপির একটি টিম প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত রাজবাড়ী জেলা বিএনপি সার্বক্ষণিক হিন্দু ভাইদের পাশে আছে। হিন্দু ভাইদের যেকোনো প্রয়োজন হলে আমাদের ডাকবেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের হল রুমে গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আসলাম মিয়া বলেন, কেউ আমরা সংখ্যালঘু না। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাহারা দেওয়ার জন্য কমিটি করে দেব।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে ও গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি মো.আবুল কাশেম মণ্ডল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি. আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক মো. শাহিন, গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্ত্তিক ঘোষ, সাবেক সভাপতি গোবিন্দ মণ্ডসহ উপজেলা বিএনপির ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এসকেডি