ত্রিপুরায় ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ

ত্রিপুরায় ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পৃথক দুই স্থান থেকে অন্তত পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পৃথক দুই স্থান থেকে অন্তত পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী।

বিএসএফ বলেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ত্রিপুরার সিপাহীজালা জেলার কমলা সাগরের কাছে অভিযান চালান বিএসএফ সদস্যরা। এ সময় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। অপরজন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা। তিনি ওই তিন বাংলাদেশিকে ভারতে প্রবেশে সহায়তা করেন।

এছাড়া পৃথক এক অভিযানে ত্রিপুরার উনাকোটি জেলার সমরূপা সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ। তিনি বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত এলাকায় চোরাচালানের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বিএসএফের জওয়ানরা। এ সময় অন্তত ১২টি গবাদিপশু উদ্ধার এবং ৯০০ কেজি চিনি ও ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এর আগে, দেশটির সীমান্ত নিরাপত্তা বাহিনী ত্রিপুরার গোমতি জেলার কারবুক বাস স্ট্যান্ড থেকে দুই রোহিঙ্গা অভিবাসীকে গ্রেপ্তার করে। অবৈধভাবে বাংলা প্রবেশের পরিকল্পনা করেছিলেন তারা।

গ্রেপ্তারকৃত দুই রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, মোবাইল এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্ড উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র: এনএনআই।

এসএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *