তাঁত শিল্পের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার 

তাঁত শিল্পের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার 

নরসিংদীতে তাঁত বোর্ডের শিক্ষার্থী ও তাঁতীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

নরসিংদীতে তাঁত বোর্ডের শিক্ষার্থী ও তাঁতীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

শনিবার (৫ অক্টোবর) বিকেলে নরসিংদী তাঁত বোর্ড মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এর আগে তিনি নরসিংদী ইউ,এম,সি জুট মিল ও মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন পরিদর্শন করেন।

মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন কালে শাখাওয়াত হোসেন বলেন, তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার। এই খ্যাতের প্রশিক্ষণ ইন্সটিটিউটসহ যে সমস্যা রয়েছে সেসব বিষয়ে আলোচনা করে সমাধানে কাজ করা হবে।

তিন বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসান নয় অন্তত নির্ভরশীল হলে চলতে পারে এমন পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। নরসিংদীর মত শিল্প এলাকায় বিদ্যুৎ ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনারও কথা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ অন্যান্যরা।

তন্ময় সাহা/এমএসএ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *