তওবা করে মাদক কারবার ছাড়লেন এক ব্যক্তি

তওবা করে মাদক কারবার ছাড়লেন এক ব্যক্তি

পঞ্চগড়ের মাদকবিরোধী এক আলোচনা অনুষ্ঠানে তওবা করে চিরতরে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কাজী ওয়াদুদ রতন নামের এক ব্যবসায়ী।

পঞ্চগড়ের মাদকবিরোধী এক আলোচনা অনুষ্ঠানে তওবা করে চিরতরে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কাজী ওয়াদুদ রতন নামের এক ব্যবসায়ী।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে জেলার রামের ডাঙ্গা সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করে রামের ডাঙ্গা এলাকার যুব সমাজ ও এলাকাবাসী। ওই অনুষ্ঠানে অংশ নেন শত শত মানুষ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীমা শারমীনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, সহ-সমন্বয়ক আতিকুজ্জামান আতিক, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, মুফতি ফোবায়েব আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জমিয়তে ওলামায়ে ইসলামের সদর উপজেলার সভাপতি ফাহিম ফয়সাল। মাদক বিরোধী স্লোগান উপস্থাপন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবেত আলী বলেন, যারা মাদকের সঙ্গে আছেন, সেবন করছেন বা ব্যবসা করছেন তাদের সব তথ্য আমাদের কাছে আছে। তাই এক মাসের মধ্যে এসব ছেড়ে দিন। না হলে দেয়ালে দেয়ালে আপনাদের ছবি টানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে রামের ডাঙ্গা এলাকায় মাদকবিরোধী কমিটি করার আহ্বান জানান জেলা প্রশাসক।

ওই সময় রামের ডাঙ্গা এলাকার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হকের ছেলে মাদক ব্যবসায়ী কাজী ওয়াদুদ রতন মাওলানা আনিছুর রহমান আনিছের কাছে তওবা পাঠ করে চিরতরে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা দেন।

এসকে দোয়েল/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *